শোবিজের অনেক তারকাই বিয়ের পর অভিনয় ছেড়ে মন দিয়েছেন সংসারে। কেউ আবার অভিনয় করলেও নিয়মিত পর্দায় দেখা যায় না তাদের। আবার কেউ কেউ বিয়ের পর অভিনয় ছেড়ে ধর্মীয় কাজে মনোনিবেশও দিয়েছেন।
এবার এমনই মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জানালেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র পেলে অভিনয় ছেড়ে দেবেন তিনি। শোবিজ দুনিয়ার মানুষ হলেও ভীষণ ধার্মিক প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান জানাতে দেখা যায় এই অভিনেত্রীকে।
সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের কাজ ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করবো।
তিনি আরও বলেন, বিয়ের পর ছেড়ে অভিনয় দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।
প্রিয়াঙ্কার এই দাবির পরে সাম্প্রতিক সময় ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ‘ধার্মিক হতে হবে’। এক বন্ধু আরেক বন্ধুকে ইঙ্কিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে, বন্ধু এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়। তাহলে তোমাকে প্রিয়াঙ্কা বিয়ে করবে।
কেউ আবার বলছে, আজ থেকে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো। তাহলে আমাকে প্রিয়াঙ্কা বিয়ে করবে। আবার একজন লিখেছেন, চান্সটা নিতে পারো বন্ধু নূর আলম হাওলাদার।
আবদুল হান্নান নামে একজন ফেসবুকে লিখেছেন, ভালো সিদ্ধান্ত। আল্লাহ আপনাকে আল্লাহর পথে কবুল করুন।
শেখ তপু রায়হান নামে একজন ফেসবুকে লিখেছেন, আল্লাহ কাকে কখন হেদায়েত দেন তা বোঝার উপায় নাই। আলহামদুলিল্লাহ আপু দোয়া রইলো।