• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

চুরির তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ করে হুমকি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।

সোমবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেল্থ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ সাংবাদিকরা হলেন- কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।

ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১ নভেম্বর কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কর্তৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লাখ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান।

এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

এছাড়াও তিনি কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ