রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে বুধবার সকালে প্রায় দুই ঘণ্টা সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল।
এসময় মাঝ নদীতে আটকা পড়ে যানবাহন বোঝাই আটটি ফেরি। উভয় ঘাটে আটকা পড়েন কয়েক হাজার যাত্রী ও গাড়ি চালক।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এক পর্যায়ে সামান্য দূরত্বেও কিছুই দেখতে না পারায় বুধবার সকাল পৌনে সাতটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
তার আগেই দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া আটটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এছাড়া উভয় ঘাটে যানবাহন বোঝাই করে ঘাটেই নোঙ্গর করে ছিল ছোট-বড় আরো সাতটি ফেরি। দুই ঘণ্টার বেশি সময় শীত ও কুয়াশায় আটকে থাকায় যাত্রী ও গাড়ি চালকরা দুর্ভোগে পড়েন। পৌনে নয়টার পর থেকে কুয়াশা কাটতে শুরু করলে ফেরি ছাড়তে শুরু করে। একইভাবে ঘাটে নোঙ্গর করে থাকা যাত্রীবাহী লঞ্চ ছাড়তে শুরু করে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ এবং দুটি বড় ফেরি কয়েকদিন ধরে বিকল থাকায় যানবাহন পারাপার ব্যাহত হয়।