বহুপ্রতিক্ষীত সিনেমা হালদা মুক্তি পাচ্ছে আগামীকাল। তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান। তাদের সঙ্গে আরো দেখা যাবে ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখকে।
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।
ট্রেলার দেখে এর আগে সবাই ‘হালদা’ দেখার আগ্রহ প্রকাশ করছেন। সঙ্গে সঙ্গে তৌকীর আহমেদের নির্মাণ মুন্সিয়ানার প্রশংসাও করতে ভুলেননি সিনে ভক্তরা।
‘হালদা’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এখন দেখার বিষয় কতটুকু দর্শক সাফল্য আসে তৌকিরের হালদায়।