বলিউডে ক্যাটরিনার পথ চলার শুরু সালমান খানের হাত ধরেই, তা অনেকে জানেন। সেখান থেকেই বন্ধুত্ব। তাদের সম্পর্কের গসিপ এখনও শোনা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে। তবে ২০০৯-এ তাদের ব্রেকআপ হয়।
তাদের প্রথম দেখা হয়েছিল ঠিক ১৬ বছর আগে। ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা হওয়ার মূহুর্তের স্মৃতি সম্প্রতি শেয়ার করেছেন ভাইজান। আসছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে।
সম্প্রতি এই ছবির প্রচারে সালমান বলেন, বাড়ির একটা পার্টিতে প্রথম ক্যাটরিনাকে দেখেছিলাম। ওকে দেখে মনে হয়েছিল, পৃথিবীর মিষ্টি মেয়েদের একজন, আমার বোন এবং বন্ধুদের সঙ্গে ওর আলাপ ছিল। কিন্তু ও আমাকে চিনত না।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘টাইগার জিন্দা হ্যায়’র ট্রেলারে সালমান-ক্যাটরিনার কেমিস্ট্রি ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।