বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের সঙ্গে ভারতীয় অভিনেত্রী পাওলি দামের সম্পর্ক ‘সত্তা’ সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্র ধরে। গেল ৭ এপ্রিল মুক্তি পাওয়া কল্লোল পরিচালিত সত্তায় পাওলির বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।
সেই থেকেই পাওলির সঙ্গে কল্লোলের বন্ধুত্বতা, খাতির। আর আজ সেই অভিনেত্রীর বিয়ে, বিয়েতে হাজির না থাকলে কী হয়!
পরিচালক কল্লোল হাজির হয়েছেন কলকাতায় পাওলির বিয়েতে। খবরটি জানালেনও নির্মাতা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওলির গায়ে হলুদের কয়েকটি ছবিসহ পোস্ট দিয়েছেন সত্তা পরিচালক।
কল্লোল লিখেছেন, ‘আজ পাওলির বিয়ে। এখন চলছে গায়ে হলুদ।’
অগ্নিসাক্ষীকে রেখে আজ লাল বেনারসীতে, সিঁদুরে-ফুলে-চন্দনে বাঙালি কনে সেজে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পাওলি। পাত্র ভারতের গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেব।
ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা প্রথমে ইনদওরে, তারপর সান ফ্রান্সিসকোয়। বছর দুই আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজার পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেয়া পার্টিতে কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়, এরপর প্রণয়।