বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নোম্যান্সল্যান্ড থেকে সোমবার দুপুর ১২ টায় ভারতে পাচারের সময় পরিত্যাক্ত অবস্থায় ৫ টাকার নতুন নোটের বেশ কয়েকটি বান্ডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার পরিমান ৪৫ হাজার টাকা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জানান, বেনাপোল নোম্যান্সল্যান্ডে লেবারের কাছে ব্যাগ দেখে সন্দেহ হলে ব্যাগটি তল্লাশির জন্য ক্যাম্পে আনা হলে তার মধ্যে বাংলাদেশি ৪৫ হাজার টাকার ৫ টাকা নোট পাওয়া যায়। এ সময় টাকার মালিক টের পেয়ে পালিয়ে যান।
তিনি আরো বলেন, টাকাটা পাসপোর্ট যাত্রীর বলে ধারণা করা হচ্ছে। পাসপোর্ট যাত্রীর মাধ্যমে এর আগেও ২ ও ৫ টাকার নোট পাচার হয়েছে। যা আমরা জব্দও করেছি। জব্দকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।