‘পদ্মাবতী’, বর্তমানের সবচেয়ে আলোচিত সিনেমার নাম। যেখানে রানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে।
শুরু হয়েছে আবারো বিতর্ক। অনেকদিন ধরে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল রাজপুত করনি সেনা। রাজস্থান, গুজরাট ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেন্সরবোর্ড ছাড়পত্র দিলেও তারা সিনেমাটি প্রদর্শিত হতে দেবেন না।
প্রচণ্ড চাপে কথিত প্রেমিকযুগল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা একটু অবসর খুঁজছিলেন। সেই কাঙ্খিত ব্রেক খুঁজে নিলেন রণবীর-দীপিকা। সম্প্রতি পরিচালক জয়া আখতারের মুম্বাইয়ের বাড়িতে তারা বেশ কোয়ালিটি টাইম কাটিয়েছেন।
এ বাড়ি থেকে বের হওয়ার বিশেষ মুহূর্তের একটি ভিডিও দীপিকা তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে ওঠে।
ভিডিওতে দেখা যায়, বাড়ি থেকে একসঙ্গে বের হচ্ছেন দীপিকা-রণবীর। দীপিকা বের হয়ে সোজা গাড়িতে উঠেন। রণবীর গাড়ি পর্যন্ত দীপিকাকে এগিয়ে দেন। এ সময় রণবীর তার প্রিয় মানুষকে ‘গুড বাই কিস’ দেন। এনডিটিভি।