বোমা হামলার হুমকি পাওয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের বিমানটিতে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি অবতরণ করার পর সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে পুরো বিমানটিতে অভিযান চালাচ্ছেন তারা।
এ বিষয়ে জানানো হয়েছে- বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।
প্লেনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় বিজি-৩৫৬ ফ্লাইট। ঢাকায় আসার সময় ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। পরে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ বিমান ক্রুর সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।