• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের আঙ্কারায় বৈঠক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আঙ্কারায় অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুদেশের নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। খবর আলজাজিরার।

সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট হওয়ার পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় বিদেশ সফরে তুরস্কে যান আল-শারা। এর আগে সপ্তাহের শুরুতে রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন তিনি।

আঙ্কারায় আল-শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তুরস্ক সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে অংশীদারিত্ব করতে প্রস্তুত, বিশেষ করে যখন সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এবং উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে।

এরদোগান বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমার ভাই আহমেদ আল-শারার দৃঢ় অঙ্গীকারের জন্য আমি সন্তুষ্টি প্রকাশ করতে চাই।

তিনি বলেন, ‘আমি আল-শারাকে বলেছি আমরা দায়েশ বা পিকেকে যাই হোক না কেন, সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রস্তুত।

আঙ্কারা থেকে আলজাজিরার সিনেম কোসেওগলু বলেছেন, আল-শারা এরদোগানের কাছ থেকে ‘খুব উষ্ণ অভ্যর্থনা’ পেয়েছেন। তিনি আবারো আইএসআইএল-বিরোধী লড়াইয়ের দায়িত্ব নেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং কুর্দি যোদ্ধাদের উপর চাপ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ