ইসরাইল ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা নীতির তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
স্থানীয় এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের কট্টর ডানপন্থি এ রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেন। তিনি বলেন, আমরা ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কি না।
বেন গাভির বলেন, ‘আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম। কারণ, এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।
মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরাইলের। কারণ, এটি হামাসকে উপকৃত করে।
সাবেক এ মন্ত্রী গাজার ফিলিস্তিনিদের জন্য ‘স্বেচ্ছাসেবী অভিবাসন কর্মসূচি’ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আজই স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ শুরু করা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সময় আছে, কিন্তু ইসরাইলের স্বার্থে, আমাদের নষ্ট করার মতো সময় নেই। ’
বেন গভির বলেন, যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না।
গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেন বেন গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে ‘স্বেচ্ছায় অভিবাসন’ করানোর দাবি করে আসছেন।