• মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সেরা ১১ মা পেলেন সম্মানণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

 অমর ডি কস্তা:-  নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে ১১ জন সেরা মা’কে সম্মাননা প্রদান করা হয়েছে। হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের পক্ষ হতে পূর্ব ঘোষণা মোতাবেক মায়েদের অনুপ্রাণিত করতে বিদ্যালয়ের ১১টি শাখার শিক্ষার্থী ও মায়ের ভূমিকা মূল্যায়ণ শেষে প্রতিটি শাখা থেকে সেরা একজন মা হিসেবে ১১ মা এর হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সোমবার লালোর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মা অভিভাবকদের নিয়ে সকাল ১০ টা থেকে মা সমাবেশে প্রায় ১৫০০ মা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম এর সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক এড. বাকী বিল্লাহ রশীদি। মা অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আমেনা বেগম, রেজিনা আক্তার বানু। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে সাজেদুর রহমান, বাঁধন প্রামাণিক, তাসকিয়া আশরাফি, মাহী আহমেদ রিফাত, সাহেদ আলী, সাবেকুন্নার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ