ঢাকায় শান্তিনগর মোড়ে অবস্থিত হিরো মোটরসাইকেল শোরুমের গ্রাহকদের সম্মানে আয়োজন করা হয় ইফতার পার্টি। ইফতার পার্টিতে যোগদেন হিরো মোটরসাইকেল ব্যবহারকারীর গ্রাহকগণ ও অন্যান্য ব্যক্তিরা,
ইফতার পার্টতে উপস্থিত হিরো শোরুম কর্তৃপক্ষ বলেন বর্তমানে আমাদের বিক্রয়ের শীর্ষে রয়েছে হিরো এক্সট্রিম ১২৫ আর বাইক টি। ইফতার পার্টিতে অংশগ্রহণ করা হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলের বাইক ব্যবহারকারী বলেন ভালো মাইলেজ ও দ্রুত সার্ভিসিং পাওয়ায় তিনি হিরো কোম্পানিকে ধন্যবাদ জানান।