• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

এসময় ২০২৬ সালেই এলডিসি উত্তরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ