• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

যে অভিনেত্রী সালমানের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

অভিনেত্রীর ক্যারিয়ারে যখন একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে শুরু করেন, তখন গুঞ্জন উঠে সালমানে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে বাধ সাধেন অভিনেত্রীর বাবা। বিয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেন তিনি। জানা গেলো কে ছিলেন এই অভিনেত্রী?

ক্যারিয়ারে অভিনয় করেছেন অনিল কাপুর, শাহরুখ, আমির খানের মতো তাবড় অভিনেতাদের সঙ্গে। বর্তমানে অভিনয় অনিয়মিত তিনি। শোবিজ ছেড়ে এখন খেলার মাঠে পরিচিত মুখ এই অভিনেত্রী। তিনি বলিউডের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী জুহি চাওলা।

জুহি খুব মিষ্টি মেয়ে, শ্রদ্ধা করার মতো। বলিউড ভাইজান তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে অভিনেত্রীর বাবা সে প্রস্তাব নাকচ করে দেন। গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমি হয়তো ওর চাহিদার সঙ্গে মানানসই ছিলাম না। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিল সে। জুহি খুব মিষ্টি মেয়ে, শ্রদ্ধা করার মতো।’

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল-পলকদের

সালমান এখন ষাটের দোরগোড়ায়। অভিনেত্রীর সঙ্গে বিয়ের গুঞ্জনের পর কেটে গেছে বহু বছর। বিয়ে করে সংসারী হওয়া হয়নি ভাইজানের। এদিকে জুহি বিয়ে করেছেন শিল্পপতি জয় মেটার সঙ্গে। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

বলে রাখা ভালো, ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সালমান এবং জুহি। ওই ছবির শেষে ক্যামিয়ো চরিত্রে ছিলেন বলিউড অভিনেতা। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাদের। শোনা যায় অভিনেত্রী নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ