• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দোকান থেকে উদ্ধার মর্টার শেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
কিশোরগঞ্জে মর্টার শেল উদ্ধারউদ্ধার হওয়া মর্টার শেলটি

কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকায় ভাঙারির একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারি দোকানে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সঙ্গে একটি মর্টার শেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া।

বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল করে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। পরবর্তী সময়ে এ বিষয়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। মধ্য রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালুভর্তি একটি বালতিতে রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন।

ধারণা করা হচ্ছে, অন্যান্য লোহালক্করের সঙ্গে কেউ এটি ভাঙারি দোকানে বিক্রি করেছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটি তালাবদ্ধ করে রেখেছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে (বোম্ব ডিসপোজাল ইউনিট) খবর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ