ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখান পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও সাবেক কমিশনার আবুল বশিরকে বুধবার সকাল সাড়ে ১০ টার সময় তার নিজ বাসার সামনে থেকে আটক করছে থানা পুলিশ। দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বশির কমিশনারকে মিয়ার হাট খনকা শরিফ ভাংচুেরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে বশির কমিশনারের পরিবারেরর পক্ষথেকে জানাগেছে, তার বিরুদ্ধে ইতিপুর্বে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় মামলায় জড়ানো হয়েছিল । তিনি সেই মামলায় জামিনে রয়েছেন। তার রেষ না কাটতেই পুলিশ তাকে অন্যায় ভাবে আটক করে আরেকটি মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিএনপির নেতা কর্মীরা জানান,দৌলতখানে বিএনপির রাজনীতির মাঠে বশির কমিশনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার উপস্থিতিতে উপজেলার প্রত্যন্তঅঞ্চলের নেতা কর্মীরা সাহস নিয়ে রাজনীতি করত। আর এ জন্যই তাকে বার বার মিথ্যা মামলায় জড়িয়ে জেল জুলুমসহ নানা ভাবে হয়রানি করছে। অবিলম্বে তার মুক্তি দাবী করছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।