রংপুর অফিস॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ মিছিলে বাঁধা প্রদান করে। পরে কার্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সাহিদা রহমান জ্যোসনা, জেলা সহ-সভাপতি ও হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন, একরামুল হক দুলু, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিছ, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ, মহানগর যুগ্ম সম্পাদক মির্জা বাবর, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।