রংপুর অফিস॥
রংপুরের গঙ্গাচড়ায় দিন ব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গতকাল সোমবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি সৈয়দ এনামুল কবির কোর্সের উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার আয়োজনে কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস রংপুরের লিডার ট্রেনার মাহবুল আলম প্রামানিক, সহকারী লিডার ট্রেনার মতিয়ার রহমান, পীরগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ওবায়দুল হক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইউনিট লিডার রফিকুল হক বাবু। ওরিয়েন্টেশন কোর্সের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার মতিয়ার রহমান, সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, স্কাউটস লিডার আব্দুস সালাম, কাব লিডার আব্দুল হাকিম। কোর্সে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।