লক্ষ্মীপুর প্রতিনিধি ॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ দক্ষিণ বাজারে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নিষিদ্ধ ট্রলির ধাক্কায় হানিফ (৩০) নামের এক রিক্সা চালক নিহত হয়।
অপরদিকে সকাল ১০টায় রামগঞ্জ মডেল কলেজের সামনে মোঃ সজিব নামে এক কলেজে ছাত্রকে কলেজে যাওয়ার পথে মোটর সাইকেলের পিছনে ট্রলি ধাক্কা দিলে সজিব গুরুতর আহত হয়।
জানা যায়, নিহত হানিফ কাঞ্চনপুর ইউপি’র নিছহরা গ্রামের জকি উদ্দিন ড্রাইভার বাড়ীর মৃত সুলতান আহমেদের ছেলে। সে দুই সন্তানের জনক। সরে জমিনে জানা যায় মাটি ভর্তি ঘাতক ট্রলিটি দ্রুত গতিতে এসে হানিফের অটো রিক্সার পিছনে ধাক্কা দেয়। এতে হানিফ মাটিতে পড়ে গেলে ট্রলিটি তার গায়ের উপর চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হয়। রামগঞ্জ থানা পুলিশ গিয়ে ঘাতক ট্রলিটি ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, গত বছরে নিষিদ্ধ ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন অর্ধশত।
এচাড়াও এ বছরের ৭ ফেব্রুয়ারী নিষিদ্ধ ট্রলি মাঠ থেকে উঠে আসার সময় একটি সিএনজিকে ধাক্কা দিলে ৩ পরীক্ষার্থী ও চালকসহ ৪ জন গুরুত্বও আহত হন। এর মধ্যে গুরুত্বও আহত পরীক্ষার্থী আমেনা আক্তারের ডান হাত ভেঙ্গে যাওয়াসহ চোখে গুরুত্বও আগাত পায়। অপরদিকে ১৪ ফেব্রুয়ারী