বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার মাদ্রসায় বুধবার সকালে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। কাফুরপুরা দাখিল মাদ্রসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আ. জব্বার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিলুর রহমান ।অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবুর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সরোয়ার, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, খান ওমর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল, আমিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।