বাগেরহাট প্রতিনিধি।:
বাগেরহাটে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন বিষয়ক জেলা পর্যায় দলগত প্রতিযোগিতা শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের সহকারী ম্যাজিষ্ট্রেটগন প্রমুখ উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে বিজয়ী প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দলগত শিক্ষার্থীরা শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংগ্রহণ করেন।