• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে অটো চার্জিং গ্যারেজ মালিক সমিতির মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
বর্ধিত বিদ্যুৎবিল প্রত্যাহার করা পূর্বের ডি রেট বহাল করার দাবিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যাটারিচালিত রংপুর অটো চার্জিং গ্যারেজ মালিক সমিতি ।
গতকাল বুধবার দুপুরে লালবাগ থেকে মিছিল শুরু করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয় সংগঠনের নেতাকর্মীরা। তার পূর্বে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সংগঠনের সহ-সভাপতি সেলিম উল্লাহ হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মিলন, সহঃ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, রিমন মিঞা প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রংপুর জেলা বাসদের সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল ইসলাম তোফা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশিকুল ইসলাম তুহিন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ বিতরণ অঞ্চল নেসকো বাংলাদেশ লিঃ-এর নিকট হস্তান্তর করায় বিদ্যুৎবিল অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। রংপুর মহানগরের আওতাধীন ডিভিশন ১, ২, ৩ এর সকল ব্যাটারি চালিত অটোবাইক, অটো রিক্সার চার্জিং স্টেশন সমূহের বিদ্যুৎবিল সরকার কর্তৃক নির্ধারিত ডি রেট (সেবামূলক হিসেবে গণ্য) প্রতিষ্ঠান-কে উপেক্ষা করে ডি-(২) বাণিজ্যিক খাতে রুপান্তরিত করা হয়েছে। পূর্বের আদায়কৃত প্রতি ইউনিট বিদ্যুৎবিল ডিসেম্বর/১৭ মাস থেকে ২.৪৮ টাকা বা প্রায় ৪৮% বৃদ্ধি করা হয়েছে। যা সরকার কর্তৃক নির্ধারিত বিল অপেক্ষা অনেক বেশি। এতে অটো চার্জিং স্টেশনগুলোর আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে চার্জিং স্টেশনের মালিকরা।
ইতোমধ্যে বেশ কিছু অটো চার্জিং গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অব্যাহত থাকে এবং আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে অটো ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত বিদ্যুৎবিল প্রত্যাহার করা, ডি-২ বাণিজ্যিকখাত প্রত্যাহার করা, পূর্বের ডি রেট বহাল করা এবং নেসকো বাংলাদেশ লিঃ-এর অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বন্ধের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ