• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট আমলা-মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে : হাসনাত ‘বোমা’ বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো শিশুর কব্জি ১৯ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের পশ্চিমাদের উদ্বেগ বারিয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চাষিদের মন্ত্রীত্ব হারানো টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো চাঁদাবাজি: অর্থ উপদেষ্টা ৫৮তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা: উমামা ফাতেমা ঢাবিতে প্রথমবারের মতো হলো হিজাব র‍্যালি

ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পুরাতন ইট দিয়ে চলছে রাস্তার নতুন আরসিসি কাজ

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরাতন ইট দিয়ে চলছে রাস্তার নতুন আরসিসির কাজ। গত ৬ ফেব্রুয়ারী ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রাস্তায় আরসিসি’র কাজ শুরু হয়েছে। অনেক বছরের পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রাস্তার হেয়ারিং বন্ট বসা ছিল। সরকারের স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঐ সব রাস্তার আরসিসি করার টেন্ডার দেয়। ঠিকাদার ঐ সব রাস্তার হেয়ারিং বন্টে থাকা প্রায় ৪০ বছরের পুরাতন ইট তুলে রাস্তার দু’পাশে প্রাচির ও খোয়া করে রাস্তার আরসিসি কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া বালির বালাই নাই। মাটি দিয়েই পূরণ হচ্ছে বালির অভাব। অভিযোগ উঠেছে, প্রকল্পের বিস্তারিত বিবরণ যেমন টেন্ডার দেয়া দপ্তরের নাম, প্রকল্পের নাম, বরাদ্ধের পরিমাণ, মোট অর্থ বরাদ্ধ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নামসহ প্রকল্প এলাকায় সাইনবোর্ড ঝুলানোর কথা থাকলেও তা করেনি ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগ। এ ছাড়া সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল বিভাগের কোন কর্মকর্তা বা কর্মচারী প্রকল্প কাজ তদারকী করার জন্য এখন পর্যন্ত নির্মাণ স্থলে আসেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি অভিযোগ করে বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায় যে সব পুরাতন ইট দিয়ে রাস্তার আরসিসিসহ যাবতীয় কাজ করছে তাতে স্থায়ী টিকসই তো দূরের কথা ক’দিন যেতে না যেতেই নষ্ট হয়ে পড়বে। এতে হিযারিং বন্ট রাস্তায় ভাল ছিল। আরো অভিযোগে বলা হয় নতুন ১নং ইটের মেয়াদকাল ধরা হয় ১’শ বছর। তবে পুরাতন এ ইটের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে এর মেয়াদ এমনিতেই অনেক কমে গেছে। ফলে রাস্তাটি যে স্থায়ী হবে না তা সহজ উপায়ে বুঝা যাচ্ছে  বলে জানান। রাস্তার কাজে সরজমিন গিয়ে দেখা যায়, মিন্ত্রী ছাড়া ঠিকাদার ও সংশ্লিষ্ট টেন্ডার দেয়া বিভাগের কোন দায়িত্বশীল ব্যাক্তি ছাড়াই চলছে রাস্তার সকল কাজ। প্রধান মিস্ত্রী রবিউল ইসলাম জানান, ঠিকাদর মাঝে মধ্যে আসেন। তবে অফিসের লোক এখনও আসেনি। সময় হলে আসবে বলে জানান। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় ৩’শ ফুট ঢালায় রাস্তায় স্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে ৬ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্ধ হয়েছে  বলে শুনেছেন। তাদেরও প্রশ্ন কেন পুরাতন ইট দিয়ে চলছে নতুন রাস্তার কাজ। স্থানীয়রা বলেন, পুরাতন ইট দিয়ে ঠিকাদার যে সব কাজ করছেন তাতে ঠিকাদারের কোন পূঁজিই লাগবেনা বলে অভিযোগ করেন। সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের যোগসাযোসে চরম নিম্নমানের কাজ হওয়ায় কে।ষাভের সৃষ্টি হয়েছে। এ’ছাড়া নিম্নমানের কাজ বন্ধ করে দ্রুত ঠিকসই ও মানসম্মত আরসিসি রাস্তা নির্মাণের দাবী করেছেন সংশ্লিষ্ট দায়ীত্বশিল কর্মকর্তাদের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ