টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার(১ মার্চ) দুপুরে ভিক্টোরিয়ার রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, সাধারণ সম্পদাক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আ. হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।