রংপুর প্রতিনিধি॥
মাদকের অপব্যবহার ও ভয়াবহতা রোধকল্পে জনসচেতনতায় গড়ে তোলার লক্ষ্যে তথ্য অভিযান অংশ হিসেবে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক রিসোর্স কর্ণার কার্যালয়ে রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।রংপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ হুমায়ুন কবির জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদারা রহমান প্রমূখ।
এতে মাদককের অপব্যবহার ও ভয়াবহতা জনসচেতনতায় গড়ে তোলতে সমাজের সকলস্থরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে মাদকের বিরুদ্ধে পাড়া মহল্লায় অবিভাবকদের নিয়ে কমিউনিটি গঠন করে মাদক নির্মুল করতে সচেতন মহলের এগিয়ে আসার আহবান জানান।