রংপুর অফিস॥ জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনের আশ-পাশের এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন । এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য,সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক মির্জা বাবর বাবলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ হারুনজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুর রহমান জাহিদ, মহানগর বিএনপি নেতা শাহ নেওয়াজ লাবু,জেলা যুবদলে সভাপতি নাজমূল হক নাজু,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।