চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
আফ্রিকার মালিতে আইইডি বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জের জামাল সহ চার বাংলাদেশি সেনা সদস্য নিহত।পুলিশ মেমোরিয়াল ডে তে তাদের অনুসরণ সহ বিভিন্ন সময়ে নিহত পুলিশ সদস্যদের স্বরণে বক্তব্য প্রদান কালে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান কান্নায় ভেঙ্গে পড়েন। প্রধান অতিথি শোকসমাপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানান। এ ছাড়াও নিহিত পুলিশ সসদস্যের পরিবার থানায় কোন প্রয়োজনে আসলে সর্বাগে সেবা প্রদানের আহবান জানান।বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনের ইন্সপেক্টর আর আই এলাহী, সদর মডেল থানার তদন্ত অফিসার মোঃ আতিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ কোরাইশি