সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত সিরাজগঞ্জ জেলায় মাদক অপব্যবহার বিরোধী এক প্রেস ব্রিফিং-এ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, পরিবারের একজন সদস্য যািদ মাদকাসক্ত হয় তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। মাদকের ভয়াল রুপ সমাজকে গ্রাস করেছে এ অবস্থার পরিবর্তন করতে সংবাদ মাধ্যমকে জোড়ালো ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশকে বাঁচাতে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, স্কুল পেরিয়ে যখন কোন তরুন কলেজে প্রবেশ করে তখন বাধাহীন হয়ে সে মাদকের দিকে ছুটে যায়। এতরুনদের বাঁচাতে সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর সাজা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু নূর মোহাম্মাদ শামসুজ্জামান, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, সাংবাদিক আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, গোলাম মোস্তফা রুবেল বক্তব্য রাখেন।