চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন বাইপুর গ্রামস্থ নিজামপুর হতে বিল্লীবাজারগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক গফুর এর রাইস মিলের সামনে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে ০২ মার্চ ২০১৮ ইং তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় নাচোল থানাধীন বাইপুর গ্রামস্থ নিজামপুর হতে বিল্লীবাজারগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক গফুর এর রাইস মিলের সামনে সুকৌশলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ একেন (৫০), পিতা-মৃত দিদার বক্স, সাং-পিপড়া কান্না, থানা-তানোর, জেলা-রাজশাহী’কে একটি বস্তাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর হেফাজতে থাকা (ক) একটি পুরাতন সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর পৃথক ০৩ (তিন) টি নীল রংয়ের পলিথিনের ব্যাগে রক্ষিত মোট ০৪ (চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, (খ) ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত গাঁজা মদসমূহ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত এবং ইতোপূর্বে সে আরও দুইবার গাঁজাসহ গ্রেফতার হয়েছে।এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।