বাগেরহাট প্রতিনিধি॥
জেলার কচুয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ইট ভাটা মালিক ও একটি মুদি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মঘিয়া ইউনিয়নে ও কচুয়া সদরে এ অভিযান চালানো হয়। কচুয়া থানার এ.এস.আই রঞ্জন বসু জানায়, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার এর নেতৃত্বে অবৈধ ভাবে ইট ভাটা নির্মানের দায়ে ৩জন ইট ভাটা মালিককে ২০হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করে। এসময়ে তৈরী করা ইট নষ্ট করা হয়।
এছাড়া কচুয়া বাজারের পলিথিন রাখার দায়ে এক মুদি দোকান মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।