বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান খান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা আক্তার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, লন্ডন প্রবাসী সেয়দ আহম্মদ আলী, জমিদাতা সৈয়দ তারেক আলী।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরদার শুকুর আহমেদের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের ৩শতাধিক শিক্ষার্থী ও তাদের অবিভাকগন উপস্থিত উপস্থিত ছিলেন। সমাবেশ শেষেপ্রধান অতিথি বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদো মাঝে পুরুস্কার বিতরণ করেন।