উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সারা দেশের ন্যায় উল্লাপাড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের ৬ দফাদাবীতে মানববন্ধন পালিত হয়। আজ সোমবার বেলা ১২ টায় সিরাজগঞ্জের উল্লাপড়ায় ৬ দফায় দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা চত্বরে এক বিশাল মানববন্ধনে উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে নেতৃবৃন্দ বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে পরিকল্পিত পরিবার গড়ে তুলেছি। পরিবার পরিকল্পনার যাহা কিছু অর্জন এর মুল চালিকা শক্তি মাঠ কর্মচারীগণ । অথচ এ সকল কর্মচারীদের তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হয়েছে। পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারির সংখ্যা ২৮ হাজার। ১৯৭৬ সালে চাকরিতে যোগদানের পর থেকে চাকুরী গত বৈষম্য ভোগ করে আসছে। তা নিরসনে নিম্নোক্ত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন পালিত হয়। দাবি সমূহ এর মধ্যে নিযোগ বিধি ও পদন্নোতি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন । ঋচও ও ঋডঅ দের স্বাস্থ্য বিভাগীয় কাজ থেকে বিরত রেখে পরিবার পরিকল্পনার কাজের গতি বাড়ানো প্রয়োজন। এতে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোবের সৃষ্টি হয়ছে।
ঋডঅ দের টেকনিক্যাল পদমর্যদা সহ ক্লিনিকেল কাজ করার সুযোগ সৃষ্টি করা। ঋচও ও ঋডঅ দের পদোমর্যদা অনুযায়ী বেতন স্কেল প্রদান ও বেতন বৈষম্য দূর করা প্রযোজন। এক সাথে কাজ করে স্বাস্থ্য বিভাগের কর্মী দের এক ধাপ নিচে বেতন প্রদান করা হয়। যার ফলে নিযোগ বিধি সহ চাকুরী গত সমস্যা সংশোধন করে ঋচও দের সিলেকশন গ্রেড সহ অনন্যা চাকরী গত স্থায়ী করনের কাজটি সম্পর্ণ করতে হবে। ঋডঅ দের ঋডঠ পদে ইন সার্ভিস ট্রেনিং এর সুযোগ ও ডেপুটেশন এর মধ্যমে পদায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুংখ জনক হলেও সত্য অদৃশ্য কারনে এ সব কার্যকম সম্পন্ন হয়নি বলে ৬ দফা দাবিতে বলা হয়েছে।