সিংড়া(নাটোর)প্রতিনিধি॥
সোমবার দুপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সিংড়া উপজেলা শাখার উদ্যোগে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালযয়ের সামনে পরিবার পরিকল্পনা পরিদর্শক (ঋচও) ও পরিবার কল্যান সহকারী (ঋডঅ)পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ সহ নিয়োগবিধির দ্রুত বাস্তবায়ন ও ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে একঘন্টা কর্ম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নিয়োগবিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির নাটোর জেলা সভাপতি রাকিব হোসেন,সদস্য রেজেকা খাতুন উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জান,সাধারণ সম্পাদক মাকছুদা খাতুন,সাংগঠনিক-আব্দর রউফ,সদস্য-সাজিয়া আফরিন সহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ও মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) এবং উপজেলা নিবার্হী কর্মকতার কার্যালয়ে ছয় দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।