সরিষাবাড়ী (জমালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামায়াত জোটের সৃষ্টি সন্ত্রাস, জঙ্গীবাদের স্বীকার অধ্যাপক ড. জাফর ইকবালের উপর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন, সদস্য আব্দুল গণি মেম্বার, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।