লক্ষ্মীপুর প্রতিনিধি॥
“অবৈধ ট্রলি দ্বারা আর যেন একটি ছাত্র-ছাত্রীরও রক্ত না ঝরে আমাদের রাজপথ থাকুক নিরাপদ” এ শ্লোগানে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যেগে আজ সোমবার দুপুর ১২.৩০ মিনিটে অবৈধ ও নিষিদ্ধ ট্রলি বন্ধের দাবীতে রামগঞ্জ সরকারী কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ
এসময় বক্তাগণ জানান, বিগত বছরে উপজেলাব্যপি নিষিদ্ধ ট্রলি চাপায় ১১জনের মৃত্যু, অর্ধশত আহতসহ গ্রামীণ সড়কগুলোর ব্যপক ক্ষতিসাধন করে আসলেও একটি সুবিধাভোগি মহল মাসোহারা নিয়ে ট্রলি চলাচলের অঘোষিত অনুমতি দিয়ে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রলি চাপায় শিশু রাব্বী ও রিক্সা চালক হানিফ নিহতসহ, কলেজ ছাত্র সজিব ও ৩ এসএসসি পরীক্ষার্থী মারাত্মক আহত হলেও প্রশাসন নির্বিকার রয়েছে। এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থী মোঃ তাগদীর হোসেন পলাশ, মোঃ রবিন, এম কে মাহবুব রাব্বানী, রুবেল হোসেন, রহমান, তুহিন হোসেন, মনির হোসেন, শাহ-মিরান শিহাব, কবির হোসেন, শওকত জামিল সোহাগ, আবদুল আজিজ সোহেল, সাব্বির আহম্মেদ, ফাহিম আহম্মেদ ও কামাল হোসেন রাজু প্রমুখ।