রংপুর অফিস॥
বৃহস্পতিবার রংপুর ৭ বর্ডার গার্ড ব্যাটালিযান সার্বিক ব্যবস্থাপনাং বিজিবি সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় মোট ৫টি রিজিয়ন , দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্রগ্রাম এবং এ্যাডহক রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রামু, এর খেলোয়ারগণ অংশ গ্রহন করে। গত ৫ই মার্চ থেকে রংপুর বিজিবি মাঠে সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয় এবং আজ প্রতিযোগিতার শেষ হয়েছে। বিজিবি সাইক্লিং প্রতিযোগিতায় এ্যাডহক রিজিয়ন সদর দপ্তর রামু রানারআপ এবং দক্ষিণ-পূর্ব রিজিয়ণ, চট্রগ্রাম চ্যামম্পিয়ন হয়। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মাহফুজ উল বারী, মেজর মুহীদ উল আলম। এ ছাড়া অন্যান্য সকল অফিসার জেসিও এবং বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ। সাইক্লিং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ক্যাপশনঃ