• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

বাগেরহাটে পরিবহণে ডাকাতির হামলায় চালকসহ আহত-৪

আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে আঞ্চলিক মহাসড়কে যাত্রীবেসি ডাকাত দল পরিবহণের চালক সুপারভাইজারসহ চারজনকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত কামরুল ইসলাম তালুকদার নামে পরিবহণের সুপারভাইজারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার দিনগত রাতে বাগেরহাটের সাইবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মেঘনা নামে একটি পরিবহণে এই ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশ ডাকাতির কথা স্বীকার করলেও ঘটনাস্থল কোন থানার মধ্যে পড়েছে তা নিয়ে তারা দ্বিধায় পড়েছেন। তাই তারা ডাকাতির ঘটনায় কারা জড়িত তা তদন্তে গড়িমসি শুরু করেছেন।কামরুল ইসলাম তালুকদার (৩৮) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ধানসাগর গ্রামের হায়দার আলী তালুকদারের ছেলে।বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন কামরুল ইসলাম তালুকদার এই প্রতিবেদককে বলেন. ঊুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার সায়েদাবাদ দিয়ে ৪৫ জন যাত্রী নিয়ে মেঘনা পরিবহণের একটি বাস বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে যাত্রা করে। রাত পৌনে তিনটার দিকে বাসটি বাগেরহাটের কচুয়া উপজেলার সাইবোর্ড এলাকায় পৌছলে পাঁচজনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পওে ওই ডাকাত দল বাসের চালক রাজু মল্লিককে অস্ত্রের মূখে জিম্মি করে বাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের কাছে থাকা মোবাইলফোনসেট ও নগদ টাকা লুট করে। ডাকাত দলটি নগদ টাকা ও মালামাল লুট করে সাইবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি এলাকায় পৌছে বাসটি থামিয়ে বাসের সহকারি ও এক বাসযাত্রীকে মারধর করে চলে যায়।
পরিবহণের মালিক লিটু শরীফ মোস্তফা জামান বলেন, বুধবার রাতে ঢাকার সায়েদাবাদ দিয়ে আমার যে পরিবহণটি যাত্রী নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় তাতে টিকিট ছাড়া কোন লোকাল যাত্রী ছিল না। জনপদের মোড় দিয়ে আমাদের বাসে এক সাথে পাঁচজন যাত্রী ওঠেন। তারাই এই ডাকাতি করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। ওই সশস্ত্র ডাকাতদলের হামলায় আমার তিন কর্মচারিসহ চারজন আহত হয়েছেন। ডাকাতদলটি যাত্রী ও বাসের কর্মচারিদেও কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোনসেট লুট করে নিয়ে গেছে। বাসে ডাকাতির ঘটনা পুলিশকে জানানো হয়েছে। তবে তারা এখনো কোন তৎপরতা দেখাননি বলে অভিযোগ পরিবহণ মালিকের।বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়র কলস্যালটেন্ট (অর্থোপেডিক) এস এম শাহনেওয়াজ বলেন, হাসপাতালে ভর্তি বাসের সুপারভাইজার কামরুল তালুকদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।ডাকাতির কথা স্বীকার করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল কবির এবং মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম এই প্রতিবেদককে বলেন, যাত্রীবাহি বাসের ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু ঘটনাস্থল কোন থানা এলাকার মধ্যে পড়েছে তা নিয়ে আমরা দ্বিধার মধ্যে পড়েছি। তাই আমরা ডাকাতির ঘটনায় কারা জড়িত তার তদন্ত শুরু করতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ