• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

দৌলতখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮


ভোলা প্রতিনিধি

দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের রাধাভল্লব বাজারের জাহাঙ্গীর শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী ফয়সালকে ইয়াবাসহ পুলিশের হাতে আটক করেছে। বুধবার বিকেল তিন টার সময় থানা পুলিশ তাকে সুকদেব স্কুলের কাছ থেকে  আটক করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদেরর ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করা হয়েছে।তার কাছ থেকে পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়েছে   মামলা নং  মঙ্গলববার তাকে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে,ফয়সাল দীর্ঘ দিন ধরে দৌলতখান উপজেলার বিভিন্ন জায়গায় ইয়াবার পাইকারী খুচরা ব্যবসা করে আসছে। আর কাজে তাকে পরোক্ষ ভাবে সহযোগিতা করছে তার পিতা জাহাঙ্গীর শিকদার। ফয়সাল দক্ষিণ দিঘলদীর কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইন উদ্দিনের সহযোগী বলে জানা গেছে। এদিকে ফয়সালকে আটকের পর থেকে তাকে থানা থেকে ছাড়ানোর জন্য দৌলতখান উপজেলা বিএনপির সাবেক বহিস্কৃত সাধারণ সম্পাদক চরপাতা ইউনিয়নের সাবেক বিতর্কিত চেয়ারম্যান নাজু হাওলাদার ব্যাপক তদবীর চালিয়ে ব্যর্থহয়েছেন বলে জানাগেছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, নাজু হাওলাদারের নিকটাত্মীয়স্বজনরাও মাদক সেবন ব্যবসার সাথে জড়িত। অন্যদিকে ফয়সালের পিতা জাহাঙ্গীর শিকদারও নাজু হাওলাদারের অনুসারী। তাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ফয়সাল মাদক ব্যবসা করে আসলেও ধরাছোয়ার বাহিরে ছিল সে। ওসি আরো জানান,মাদক মুক্ত দৌলতখান উপজেলা গড়তে আমরা সচেষ্ট। মাদক সেবন ব্যবসায়ীদের  বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ