চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আতাহির এলাকাস্থ “নবাব অটো রাইস মিল” এর ১১নং গোডাউনে শিবগঞ্জের রানীহাটি পারদিয়ার প্রকল্পের নামে বরাদ্দকৃত সরকারী চাউল (কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী-কাবিখা) প্রকল্পে না নিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে কালোবাজারীর মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে রাত্রী আনুমানিক ০১:৩০ ঘটিকায় উক্ত ‘নবাব অটো রাইস মিল’ ঘেরাও করে র্যাব। পরবর্তীতে র্যাব উক্ত রাইস মিলের ১১নং গোডাউনে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে ০২ জন জনপ্রতিনিধি ১। বিথী রানী কর্মকার (৪০) (সংরক্ষিত মহিলা মেম্বার-৪, ৫, ৬নং ওয়ার্ড), স্বামী-স্বপন কর্মকার, সাং-রানীহাটি (কর্মকারপাড়া), ২। মোঃ আমিনুল ইসলাম (৩৯) (মেম্বার-৫নং ওয়ার্ড), পিতা-মৃত মনসুর আলী, সাং-রানীহাটি (স্কুলপাড়া), উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং শিবগঞ্জের ওসি এল.এস.ডি ৩। মোঃ গোলাম রব্বানী (৪০) (ওসি, এল.এস.ডি, শিবগঞ্জ), পিতা-মৃত আস্তার আলী সরদার, সাং-পাকুড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল হতে উক্ত নবাব অটো রাইস মিলের মালিক ৪। মোঃ আকবর হোসেন (৫৫), পিতা-মোঃ এন্তাজ আলী, সাং-শিবতলা, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়। উক্ত গোডাউন হতে (ক) সর্বমোট ৯০ মেট্রিক টন চাউল যার বাজার মূল্য অনুমান ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ টাকা), (খ) ০১ (এক) টি ওজনমাপক যন্ত্র, (গ) ০২ (দুই) টি বস্তা সেলাইয়ের মেশিন, (ঘ) ০৩ (তিন) টি সাদা সুতার বান্ডিল, (ঙ) এল.এস.ডি. শিবগঞ্জের ডি.ও পেপার (চালান কপি)-০৩ (তিন) পাতা এবং আসামীদের নিকট হতে (চ) ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আসামীগণ খাদ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত সরকারী বস্তা পরিবর্তন করে কালোবাজারীর মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে আলাদা বস্তায় প্যাকেটিং করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ জানায়, তারা শিবগঞ্জ উপজেলার পি.আই.ও মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ মোতাহার হোসেন, সাং-খেতুপাড়া, থানা-সুজানগর, জেলা-পাবনা এর নির্দেশনা ও সহায়তায় পরস্পর যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদাম হতে শিবগঞ্জের রানীহাটি পারদিয়ার প্রকল্পের নামে বরাদ্দকৃত কাবিখার চাউল উক্ত প্রকল্পে নেওয়ার কথা বলে অবৈধভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে প্রকল্পে না নিয়ে কালোবাজারীর মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আতাহির এলাকাস্থ পলাতক আসামী মোঃ আকবর আলীর ‘নবাব অটো রাইস মিল’ এর ১১নং গোডাউনে মজুদ করছিল। আসামীগণ এই মিলে উক্ত সরকারী কাবিখার চাউলসমূহ গুদামজাত বা রিসিখ করার কোন কাগজপত্র পেশ করতে ব্যর্থ হয়। এই চক্রের সাথে আরও কারা কারা জড়িত সে ব্যাপারে র্যাবের গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজ করা হয়েছে।