পাবনা প্রতিনিধি॥
‘জানবে বিশ্ব জানবে দেশ দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে পাবনায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে
জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, এডওয়ার্ড কলেজের প্রাক্তন অধ্যাপক শাহনেওয়াজ সালাম, এডওয়ার্ড কলেজ রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা সহকারী অধ্যাপক রুহুল আমিন, জেলা ত্রাণ ও দূর্যোগ পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম, পাবনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন, সিসিডিবির এরিয়া ম্যানেজার নাইমা ইসলাম, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমূখ। সভা শেষে দুর্যোগ মোকাবেলা বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের ২টি বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়।