ভোলা প্রতিনিধি
এক ভাতিজির ইভটিজিং এর প্রতিবাদ করায় অপর এক ভাতিজা চাচাকে ইট দিয়ে আঘাত করে মারাত্মক আহত করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩ টার সময় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের মিয়ারহাট সংলগ্ন ৪ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা তহমিনা বেগম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তহমিনা বেগম জানান, তার এক মেয়ে দিদারউল্লাহ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী। তার ভাসুর পুত্র খোকন বখাটে প্রকৃতির ছেলে। তার অত্যাচারে আমাদের পরিবারসহ আরো কয়েকটি পরিবার অসহায় হয়ে পরেছি। প্রতিনিয়ত খোকন আমার মাদ্রাসা পড়ুয়া মেয়ে মিতুকে মাদ্রাসার আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। এমনকি বাড়িতেও সে নানা ভাবে বিরক্ত করে। শুক্রবার বিকেলে খোকন পুনরায় উত্যক্ত করে। পরে আমার বড় ভাসুর আবুতাহের খোকনকে ডেকে প্রতিবাদ করলে খোকন তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় খোকনের মা ও তার পিতা হামলায় অংশ নিয়ে আমাদের সবাইকে ব্যাপক মারধর করে। খোকনকে ইতি পুর্বে উপজেলা নির্বাহি অফিসার ভ্রাম্যমান আদালতের সাজা দিয়েছে। এতেও খ্যান্ত হয়নি লম্পট খোকন। বখাটে খোকন ও তার পরিবারের হাত থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি ওই পরিবারটি।
wecøe ivq
†gvev: 01711336417
ZvwiL: 11-03-2018Bs