রংপুর অফিস॥
বাংলাদেশ সিটি ও পৌরকর্মচারী ফেডারেশনের ডাকে পেনশন প্রথা চালু ও সরকারী কোষাগার হতে বেতন ভাতা প্রদানসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রধান ফটকে গেইট মিটিং ও অবস্থান কর্মসূচী পালন করা হয় ।
গতকাল মঙ্গলববার বেলা ১১টায় রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী এসোসিয়েশনে অবস্থান কর্মসূচী পালন কালে বক্তারা বলেন সিটি ও পৌরকর্মচারীদের পেনশন প্রথা চালু,সরকরি কোষাগার থেকে বেতন ভাতা প্রদান, সিটি ও পৌর বিধিমালা ৫৩ (২), ৫৪(২) ও ৬৮ ধারাসহ কালো আইন বাতিল পূর্বক সকল প্রকার মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ী করণ,নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা- কর্মচারীর পোষ্যদের পোষ্য কোটায়) চাকরি প্রদান ও পদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি প্রদান করার দাবী জানানো হয়।
এসময় ৬দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৯ ও ২০শে মার্চ সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত কলম ও কর্ম বিরতি,২৮ মার্চ স্থানীয় সরকারে কাছে ৬ দফা স্মারকলিপি প্রদান এবং ৫ এপ্রিল সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এতে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী এসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম দুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত গেইট মিটিং ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ সিটি ও পৌরকর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী এসোসিয়েশনের সহ-সম্পাদক আইয়ুব হোসেন সরকার, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবলু,দপ্তর সম্পাদক নাঈমউল হক, সদস্য শরিফা আবেদীন জেবা, জাভেদ আলী, সাইফুল ইসলাম সাজু,বদরুল আলম সুমন ও এমদাদ হোসেন মুকুলসহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।