• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেটলীগ এর উদ্বোধন

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার ও শফিকুল আলম ভোতা, ক্রিকেট কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ জামাল আব্দুল নাসের পলেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, জোসনারা অটো রাইস মিলের স্বত্তাধিকারী ও গ্রামীণ ট্রাভেলস্ এর মালিক  মোঃ মোখলেশুর রহমান, সদস্য ও জেলা ক্রিকেট কোচ মশিউর রহমান মিঠু, সদস্য আজমল হোসেনসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মিতালী সংঘ বনাম পাইওনিয়ার ক্রিকেট দল। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ ফরিদ সায়েম ও আব্দুল্লাহিল কাফি জনি। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই ক্রিকেটলীগে মোট ১০টি দল অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ