• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে উন্নীত করতে সংস্কার হচ্ছে: ড. ইউনূস আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের আঙ্কারায় বৈঠক বাংলাদেশ ব্যাংকে যে কোনো সময় অভিযান, খালাস পেলেন শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাজাপাপ্ত সব আসামি গাজাবসীকে ‘অন্য কোথাও’ সরিয়ে উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র মেসি, ম্যারেডোনা কিংবা পেলে নন, তিনি নিজেই সর্বকালের সেরা বাড়তি সুবিধা সহ মধ্যপ্রাচ্যে নতুন করে বাংলাদেশি শ্রমিক নেওয়ার সুখবর কোটা বহালের দাবিতে জাবিতে লাগাতার কর্মবিরতি ঘোষণা তক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ধামরাইয়ে কুষি জমিতে জোর করে ইটভাটা তৈরি অসহায় কুর্ষকরা॥দেখার কেউ নেউ॥প্রশাসন নিরব

আপডেটঃ : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ভাই আমরা গরিব মানুষ আমাদের কথা কে শুনে, কে বা আমাদের কষ্ট দেখে, এই যে ইটভাটার কারণে কয়েক বছর থেকে ঠিক মত ফসলি জমিতে ফসল হয় না।যার কারণে আমরা কুষকরা আজ নিস্ব হয়ে পরেছি। এর পর আবার যতটুকু জমি চাষের আছে তাও আবার জোর করে তার উপর ইটভাটা করিতেছে বাধাঁ দেওয়া সত্বে ও তারা বাধাঁ মানতেছে না। অবশেষে নিরুউপায় হয়ে উপজেলা ইউএনও স্যারের  বরাবর কয়েকবার লিখিত অভিযোগ দিয়ে ও কোন কাজ হয় নাই। কারণ ইটভাটার মালিকের অনেক টাকা পয়সা আছে ক্ষমতা আছে,যার কারণে এলাকার চেয়ারম্যানকে ও প্রশাসনকে ম্যানেজ করে জোর করে আমাদের কুষি জমির উপর ইটভাটা করতেছে।তাই আপনাকে বলে কি লাভ হবে,এভাবেই কথাগুলো বলেছিলেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের কুষক মোঃ লোকমান মিয়া। তার কথা শেষ হতে না হতেই একই গ্রামের উছমার, ইউসুফ,রহিম,ইমরান,রাছেল,বিল্লাল,হাফিজুর রহমান,ও ছানোয়ারসহ আর অনেকেই বলেন,ঠিকিইতো বলেছে লোকমান ভাই, উপরের স্যারেরা জানেন ইটভাটার কারণে ফসলের অনেক ক্ষতি হয়।তার পর ও তারা কোন কিছু বলেনা, কারণ ক্ষতি আমাগরের মতো গরিব মানুষের হবে, স্যারদের তো কিছু হবে না। আমাগরের কষ্ট আমাগরের বইতে হবে এটাই সত্য।
সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের তিন ফসলি জমিতে ও বাড়ীর ঘরের পাশে অবৈধ ভাবে তৈরি করিতেছে ইটভাটা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা মোহাম্মদপুর  বছিলা গ্রামের মালিক মোঃ হানিফ এর এম,বি,এম স্টার নামে একটি ইটভাটা রয়েছে। এছাড়া আরেকটি ইটভাটা তৈরি করার জন্য কোন ধরনের নিয়মনীতি ছাড়াই এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে জোর পুর্বকভাবে কুষি জমিতে আরেকটি ইটভাটা তৈরি করিতেছে,যার কোন কাগজপত্র নেই।
স্থানীয় কুষি বিভাগ ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে তৈরি করিতেছে আরেকটি ইটভাটা।ফলে এলাকার হাজার বিঘা তিন ফসলি জমির ফসল উৎপাদন ব্যাহতসহ কৃষি জমি বিপর্য়য়ের মুখে পড়ার আশস্কায় এলাকাবাসির কৃষকদের মাঝে হতাশা বিরাজ  করছে বলে জানাগেছে।
এই ব্যাপারে এলাকাবাসি প্রশাসনকে বিষয়টি অবহিত করে ও কোন প্রতিকার না পেয়ে হতাশা হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখাগেছে তিন ফসলি জমিতে  অবৈধ ভাবে ইটভাটার নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এলাকাবাসির পক্ষ থেকে মোঃ সেলিম শাজাহান, ফিরোজসহ আর অনেকেই জানান,আবাসিক ঘনবসতি এলাকা ও কৃষি জমিতে ইটভাটা হতে পারে না। কারণ এই ইটভাটাটি সম্পুর্ণ অবৈধ ভাবে তৈরি হচ্ছে। সময় থাকতে প্রশাসন এর প্রয়োজনীয় ব্যাবস্থা না নিলে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ার কারণে শেষ হবে হাজার হাজার বিঘার ফসলি জমি।এছাড়া উক্ত ইটভাটা তৈরি করা হলে আমাদের  গ্রামের শত শত পরিবার পরিবেশ দুষনের কারণে শত বছরের ঘর বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।
ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপনের আইন ২০১৩ সালের সংশোধিত আইনে বলা হয়েছে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করলে এক বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা।এবং আবাসিক ও জনবসতি গুর ুত্বপুর্ণ এলাকায় স্থাপন করলে এক বছরের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা।
এই ব্যাপারে জালসা গ্রামের এক অসহায় কুষক নাম না বলতে ইচ্ছুক তিনি বলেন আমরা ইউএনও কাছে বার বার যাওয়ার পরে ও তিনি আমাদের কোন সহায়তা করেনাই। তাই বাধ্য হয়ে কোটে মামলা দায়ের করেছি।
এই ব্যাপারে ধামরাই উপজেলা কৃষি আফিসার  মোঃ লুৎফর রহমান বলেন কৃষি জমিতে ইটভাটা করাতে এক দিকে যেমন কৃষি জমির পরিমান দিন দিন কমে আসছে অন্যদিকে খ্যাদের সংকট দেখা দেওয়ার সম্ভনা বাড়ছে।এছাড়া মানুষের বিভিন্ন ধরনের রোগ বালায় দেখা দিচ্ছে। কারণ এই ইটভাটা তৈরির কারনে সব ধরণের ফলে গাছে ফল থকছে না। তাই অতি তাড়াতারি এই ইটভাটা তৈরি বন্ধ করতে হবে।
এই ব্যাপারে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ইটভাটা তৈরির ব্যাপারে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। আমি ইটভাটা তৈরির মালিককে নোটিশ করেছি তারা আমার কাছে হাজির হয় নাই। তবে বাদি পক্ষদয়কে বলেছি আমি এর যথা যথ আইনি ব্যাবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ