উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
ধর্ষনের বিরুদ্ধে জাগরত হোক বিবেক এই শ্লোগানে নারী ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার সকল স্তরের জনসাধারণের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন-পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক শামীম হাসান, নারীনেত্রী রিবলী ইসলাম কবিতা, গৌতম দত্ত ও শিক্ষার্থী ইয়াসরিন সুলতানা মিমি।