• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:

সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়

আপডেটঃ : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

রংপুর অফিস॥
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীকে মুলশ্রোতধারায় আনা সাংবিধানিক দায়িত্ব ,এদায়িত্ব অবহেলা করা হলে এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্থ হবে। গতকাল শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বয়স্কভাতা,সুদমুক্ত রৃণ ,প্রতিবন্দ্বীদের মাঝে সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুদমুক্ত রৃনের ব্যবস্থা করেছিলেন যা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে । দেশে এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান একার্যক্রমে শতভাগ এগিয়ে গেছে,সরকারি প্রতিষ্ঠান হিসেবে সমাজসেবা অধিদপ্তরকেও একার্যক্রমে শতভাগ এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি মনিটরিং ব্যবস্থা গুরুত্বের সাথে বিবেচনায় রেখে দৃশ্যমান কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন যাতে কেউ পিছিয়ে না পরে অর্থনৈতিকভাবে সাবলম্বি হয়। সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক পারভীন মেহতাবের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যান মন্ত্রনালয়ের যুগ্মসচিব একেএম নাসির মিয়া, সমাজসেবা অধিদপ্তরের রংপুর জেলা উপপরিচলক আব্দুর রাজ্জাক,গাইবান্ধা উপপরিচলক এমদাদ হোসেন ,রংপুর জেলা সহকারি পরিচলক আব্দুল মতিন। মন্ত্রী এর আগে বয়স্কভাতা,সুদমুক্ত রৃণ ,প্রতিবন্দ্বীদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ