ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রেমিকার আত্মহত্যার কয়েকঘন্টা পর ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করেছে প্রেমিক। ঘটনাটি ঘটেছে ভালুকা ও পার্শ্ববতী সখিপুর উপজেলায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় (১২ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে বোন জামাই আলী হোসেনের বাড়ীতে বেড়াতে আসা তালাব গ্রামের আবু বক্কর সিদ্দিকের কন্যা তালাব হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী হাজেরা আক্তার মালা (১৪) ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। নয়নপুর গ্রামের মারফত আলীর ছেলে ভালুকার কাঠালী এলাকার বিকন ফার্মার শ্রমিক সোহেল মিয়া (১৮) ঘটনার পর একই দিন বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী সখিপুর উপজেলার গুনিরচালা গ্রামে তার খালার বাড়ীতে গিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তার এক হাতে মালা নাম লেখা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এদিকে থানা পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হলে বৃহস্পতিবার মালার লাশ দাফন করা হয়।
এলাকায় চাপা গুঞ্জন রয়েছে সোহেল ও মালার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় মালার পরিবার ও বোন জামাই আলী হোসেন মালাকে শাসন করে। এলাকাবাসীর ধারনা হয়তো এ কারনেই মালা সকলের অজান্তে ঘরে আড়ায় ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করেছে। এদিকে প্রেমিকার মৃত্যু সইতে না পেরে বাড়ী হতে চলে গিয়ে পার্শ্ববর্তী উপজেলা সখিপুরে গুনিরচালা গ্রামে খালার বাড়ী লোকমান আলীর বাড়ীতে বৃহস্পতিবার রাতে ঘড়ের আড়ায় ফাঁসিতে ঝুলে সোহেল আত্মহত্যা করে।খবর পেয়ে ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর ওয়ার্ডের মেম্বার আঃ খালেক ও এলাকার লোকজন শুক্রবার সখিপুর গুনিরচালা গ্রামে গিয়ে সোহেলের ঝুলন্ত লাশ দেখতে পান।