ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজারে পোল্ট্রি খামারীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৫এপ্রিল) রোববার মল্লিকবাড়ী বাজার আজাহার এন্টারপ্রাইজ মিলনায়তনে এসিআই গোদরেজ আয়োজিত খামারী সমাবেশে আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে গ্রীষ্মকালীন লেয়ার মুরগীর পরিচর্যা বিষয়ে আলোচনা করেন রাজিবুল আলম এরিয়া সুপারভাইজার গাজীপুর, এইচ এম ফরহাদ মিয়া খামারী ও অন্যান্য খামারীবৃন্দ।
পোল্ট্রি খামারীরা সমাবেশে তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন, যেমন বর্তমানে ডিমের বাজার মূল্য কম হওয়ায় তারা লোকসানে পরেছেন,অপরদিকে রোগব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায়ই মুরগী মারা যাওয়ায় তাদের লোকসানে পরতে হয়। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সরাসরি সহযোগিতা ও পরামর্শ পেলে রোগবালাই থেকে পোল্ট্রি খামারকে রক্ষা করা সম্ভব বলে তারা মনে করেন। আর তাতে খামারীরা লাভবান হবে বলে আশাবাদী। সমাবেশে মল্লিকবাড়ী, চাঁনপুর, নয়নপুর ও ডাকাতিয়া এলাকার খামারীরা অংশ গ্রহন করেন।