চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে জেলা স্বাধীন প্রেসক্লাবে চ্যানেলটি ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাই টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রুহুল আমিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সচেতন নাগরিক কমিটি (সুজন)’র জেলা শাখার সভাপতি এ্যাড. সৈয়দ শাহজামাল। এছাড়া অন্যান্যে মধ্যে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আখতারুজ্জামান,সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, জেলা স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশালিন হক, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলীসহ ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। শেষে কেক কেটে অতিথিরা মাই টিভির ৮ম বর্ষপূতি উদযাপন করেন।